সান্ধ্যকালীন নদীভ্রমণ বারবিকিউ সহ রাতের খাবার
শীতলক্ষ্যায় সূর্যাস্ত- সান্ধ্যকালীন নদীভ্রমণ, বারবিকিউ সহ রাতেরখাবার, ৬-৮ঘণ্টা।
বিকেলবেলায় আপনার পথপ্রদর্শক আপনাকে গুলশান দুই গোল চত্বর থেকে নিয়ে কাঞ্চন ব্রিজে নিয়ে যাবে।এইখানে আপনি আমাদের ঐতিহ্যবাহী এস বি রূপসী নৌকায় উঠে শীতলক্ষ্যার বুকে ভ্রমণ শুরু করবেন।
ভ্রমণ চলতে থাকবে এবংচা, কফি, ফ্রেঞ্চফ্রাই সরবরাহ করা হবে।নৌকা একটি সুবিধাজনক স্থানে নোঙর করবে যেন আপনি শান্ত পরিবেশে সূর্যাস্ত উপভোগ করতে পারেন অথবা সাতার কেটে সতেজ হতে পারেন।অতি সুস্বাদু বারবিকিউ রাতের খাবার তৈরি করা হবে এবং নৌকাতেই পরিবেশন করা হবে।নৌকা তার ফিরতি যাত্রা শুরু করে সন্ধ্যা সাড়েসাতটা নাগাদ ডেমরায় পৌঁছাবে।নৌকা থেকে নামার পর আপনাকে ঢাকায় গুলশান দুইয়ে পৌঁছে দেওয়া হবে।
একটি স্বতন্ত্র বুকিঙয়ের জন্য কমপক্ষে ১০ (দশ জন) প্রাপ্তবয়স্ক অথবা তার সমপরিমাণ টাকার প্রয়োজন হবে।
(মূল্যতালিকা জন প্রতি , টাকায়)
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
২৮৩০০ | ১৪৫০০ | ৯৩০০ | ৭৩০০ | ৬৩০০ |
**কোন কারণে লোকসংখ্যা যদি ১০ ( দশ ) জন অথবা তার বেশি হয় সেই ক্ষেত্রে প্রতি জনে মূল্য হবে ২৮০০টাকা।
মূল্যের অন্তর্গত সেবাসমূহঃ
- সংরক্ষিত শীততাপ নিয়ন্ত্রিত গাড়ি।
- বারবিকিউ রাতের খাবার।
মূল্যের অন্তর্গত না সেবাসমূহ ঃ
ব্যক্তিগত খরচাদি, এবং উপহার স্বরূপ কোন কর্মাদি যা ভ্রমনে উল্লেখিত না।